Pages

Thursday, March 30, 2017

যা ভাবছেন আসলে তা না

গাছ লাগানোর খরচ নিয়ে বলছিলাম, আপনারা হয়তো ভাবছেন এটা অনেক ব্যয় সাপেক্ষ। আপনি যদি স্থানীয় নার্সারি থেকে গাছ কিনতে চান, তাহলে এটা আসলেই ব্যয় সাপেক্ষ। গাছ প্রতি খরচ পড়ে প্রায় ৩০-৫০ টাকা।



আমরা গাছ সংগ্রহ করি সরকারী বন বিভাগ থেকে যার দাম পড়ে মাত্র ৫ টাকা করে। আপনার বয়সের(আমাদের ফলোয়ারদের গড় বয়স ২৫-৩৫) সমান গাছ কিনতে খরচ হবে মাত্র ১২৫-১৭৫ টাকা। এর সাথে অবশ্য পরিবহন বাবদ ২/৩ টাকা খরচ যোগ হয়, তবু ও গাছ প্রতি খরচ ৭/৮  টাকার বেশী নয় কোনোভাবেই। আপনার বয়সের সমান গাছ কিনতে খরচ হবে মাত্র ১৭৫-২৫০ টাকা।

 তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজে গাছ লাগান, অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করুন, প্রকৃতি ভালো রাখুন, আপনিও ভালো থাকবেন।

নিজের বয়সের সমান সংখ্যক গাছ লাগিয়ে আমাদের ক্ষুদ্র চেষ্টার সাথে আপনিও যুক্ত থাকুন, আপনার নিজের জায়গায় লাগান কিংবা আমাদের সাথে আপনার গাছ শেয়ার করুন, আমরা আপনার হয়ে গাছ লাগিয়ে দিবো বাংলাদেশের কোন এক জায়গায়।

No comments:

Post a Comment