এভাবেই সবাই হাসি খুশি ছিল গাছ নেয়ার সময় |
আমরা ধন্য হাসি মুখ দেখতে পেয়ে |
বলে রাখা ভালো আমরা ১৫০০ ফলের গাছ ও ৬০০ কাঠ গাছ নিয়ে গিয়েছিলাম ( যদিও আমাদের ইচ্ছা ছিল সব গুলোই ফলের গাছ দেয়ার, কিন্তু এক সাথে এতো ফলের গাছ সংগ্রহ করা একটু কষ্ট সাধ্য ব্যপার)।
এইবার ফলের গাছের মধ্যে ছিল লটকন, পেয়ারা, চালতা আর অল্প কিছু লেবু ও জাম্বুরা গাছ। কাঠের গাছ ছিল আকাশমণি।
গাছ লাগানোর উপকারিতা বলছেন প্রধান শিক্ষক |
সবাই খুশি(গাছ দিয়েও খুশি, নিয়েও খুশি) চোখে মুখে আনন্দ |
শিক্ষকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ |
Quick Facts
Project: O2(Oxygen) Tree for Mankind
Code: O2BBR2100
Number of Tree: 2100(Lotkon, Calta, Peyara & Akashmoni)
Location: Rupasdi, Bancharampur, Brahmanbaria
Date: 1st April,2017
জমিদার বাড়ি |
No comments:
Post a Comment