বৌদ্ধ ধর্মানুসারে গাছ মানুষের স্বাস্থ্য, দীর্ঘায়ু, সুস্থতা ও সৌন্দর্যের জন্য অত্যন্ত উপকারী। রাজপুত্র যেন সবুজের মাঝে ভালোভাবে বেড়ে উঠতে পারেন তাই এই আয়োজন।
রাজপুত্রের জন্মের এক মাস পর এই উদ্যোগ নেওয়া হয়। ক্ষমতাসীন ও বিরোধীদলীয় জোটসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে রাজধানী থিম্পুর লিংকানা প্রাসাদে জন্ম হয় রাজপুত্রের। এক মাস পর গত ৬ মার্চ এ গাছগুলো লাগানো হয় বলে জানিয়েছে জি নিউজ।
ভুটানের ৮২,০০০ পরিবারের প্রত্যেকে একটি করে গাছ লাগিয়েছেন। বাকি ২৬ হাজার গাছ স্বেচ্ছাসেবকদের দ্বারা রোপণ করা হয়েছে।
গতবছর ভুটান মাত্র এক ঘণ্টার মধ্যে ৪৯ হাজার গাছের চারা রোপণ করে বিশ্বরেকর্ড করেছিল। এবার নিজেদের আগের রেকর্ডটি ভাঙল দেশটির মানুষ। ভুটানে বর্তমানে মোট ভূখণ্ডের ৬০ শতাংশই বনাঞ্চল।
বিশ্বে সুখী দেশ হিসেবে পরিচিত ভুটান।
Do You Know ??? In Bhutan, wearing seat-belts in a car is considered dangerous. Why ?
No comments:
Post a Comment