আরেকটি গাছ উৎসবের দ্বারপ্রান্তে Tree for Mankind. দেখতে দেখতে চলে আসলো আমাদের সেই কাঙ্খিত "বগুড়া গাছ উৎসব"। আগামীকাল আমরা ১৬০০ গাছ লাগাতে বগুড়া জেলার গাবতলী উপজেলায় যাচ্ছি। আমরা মোট ৫ টি স্কুলে যাবো প্রায় ৮/৯ প্রকার গাছ নিয়ে। স্কুলের ক্যাম্পাসে গাছ লাগাবো এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দিবো, তারা তাদের নিজ নিজ বাড়িতে গাছ লাগাবে।
ছোট ছোট বাচ্চাদের গাছ দেয়ার অন্যতম একটা কারন হচ্ছে তাদেরকে গাছ লাগানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা ও উৎসাহ দেয়া। তাছাড়া বাচ্চাদের কোন দায়িত্ব দিলে সেটা তারা Sincerely পালন করার চেষ্টা করে, আর এতে আমাদের মূল উদ্দেশ্য "গাছ লাগানো ও গাছ গুলো বাঁচানো" তুলনামূলক ভাবে অনেক সহজ হবে বলে আমরা মনে করি। রাস্তার পাশে গাছ লাগানো জরুরী কিন্তু সেটার রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশী যা Tree for Mankind এর অল্প কয়েকজন সদস্যদের জন্য দুরুহ ব্যাপার।
স্কুলের বাচ্চাদের গাছ দিলে সেটার রক্ষণাবেক্ষণ তারা নিজেরাই করবে কারন বাচ্চারা ভাববে এই গাছটি তার নিজের।
ও হ্যাঁ এই ১৬০০ গাছ লাগালে আমাদের মোট গাছ হবে ৬০০০। অল্প অল্প করেই আমরা একদিন ১লক্ষ গাছ লাগাতে সক্ষম হবো বলে আশা করি ও বিশ্বাস করি, তবে এতে আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে কাজটি ২০২৫ সালের অনেক আগেই শেষ হবে ইনশাল্লাহ।
ছোট ছোট বাচ্চাদের গাছ দেয়ার অন্যতম একটা কারন হচ্ছে তাদেরকে গাছ লাগানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা ও উৎসাহ দেয়া। তাছাড়া বাচ্চাদের কোন দায়িত্ব দিলে সেটা তারা Sincerely পালন করার চেষ্টা করে, আর এতে আমাদের মূল উদ্দেশ্য "গাছ লাগানো ও গাছ গুলো বাঁচানো" তুলনামূলক ভাবে অনেক সহজ হবে বলে আমরা মনে করি। রাস্তার পাশে গাছ লাগানো জরুরী কিন্তু সেটার রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশী যা Tree for Mankind এর অল্প কয়েকজন সদস্যদের জন্য দুরুহ ব্যাপার।
স্কুলের বাচ্চাদের গাছ দিলে সেটার রক্ষণাবেক্ষণ তারা নিজেরাই করবে কারন বাচ্চারা ভাববে এই গাছটি তার নিজের।
ও হ্যাঁ এই ১৬০০ গাছ লাগালে আমাদের মোট গাছ হবে ৬০০০। অল্প অল্প করেই আমরা একদিন ১লক্ষ গাছ লাগাতে সক্ষম হবো বলে আশা করি ও বিশ্বাস করি, তবে এতে আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে কাজটি ২০২৫ সালের অনেক আগেই শেষ হবে ইনশাল্লাহ।
No comments:
Post a Comment