Planted 34,485 Trees....Mission to plant 1 Lac Trees

Monday, May 22, 2017

খুদে গাছ বন্ধু মাহীর


মাহীর খুব শান্ত বুদ্ধিমান ছেলে। ঢাকা বাসাবোতে  তাদের বাসা। ছোট্ট ক্লাসে পড়ে কিন্তু এখনি সে সুন্দর সুন্দর গল্প লিখতে পারে। তার ইচ্ছা সে বড় হয়ে লেখক হবে। ছোটদের অনেক রকম পছন্দ থাকে এটা ঠিক, কিন্তু ওর একটা দারুন ব্যপার হচ্ছে সে গাছ পছন্দ করে , পছন্দ বললে ভুল হবে, আসলে সে গাছ খুব বেশী ভালোবাসে।প্রতিবেশী এক দাদুর সাথে মাহীরের খুব ভাব।দাদুকে সে তার লেখা গল্প দেখায়, দাদুর সাথে গাছ নিয়ে কথা বলে, দাদু তাকে কিছু কিছু গাছ উপহার দিয়েছে, সেও দাদুকে মজার মজার খাবার, গাছ ও তুলসী গাছের বীজ উপহার দিয়েছে । দাদুর বাসায় কিছু ইনডোর প্ল্যান্ট আছে, যে গুলাকে সে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে মাঝে মাঝে আদর করে। গাছের প্রতি এতো টান থেকেই সে লেখক হবার পাশাপাশি একজন গাছ বিজ্ঞানী ও হতে চায়

আমরা চাই গাছের প্রতি মাহীরের ভালোবাসা অটুট থাকুক সবসময়, আরও চাই সে যেন অনেক বড় লেখক হতে পারে, বাংলাদেশ সহ সারা বিশ্বে যেন মাহীর একজন বিখ্যাত লেখক হয়।

Tree for Mankind এর পক্ষ থেকে মাহীরের জন্য শুভ কামনা রইলো।

https://www.facebook.com/treeformankind/

 

No comments:

Post a Comment