মাত্র ১২ টি গাছ লাগিয়ে কিংবা আমাদেরকে উপহার দিয়ে আপনিও হতে পারেন Tree for Mankind এর একজন Associate Member.
গাছের উপকারিতা নিয়ে কারোরই সন্দেহ কিংবা প্রশ্ন থাকার কথা নয়। গাছ আমাদের পরিবেশ রক্ষা করার সবচেয়ে ভালো বন্ধু। গাছের অবদান আপনি টাকার অঙ্কে মিলাতে পারবেন না। মাত্র ১ টি বড় গাছ ৪ জন মানুষের অক্সিজেন সরবরাহ করার জন্য যথেষ্ট।
আমাদের মাঝে অনেকেই গাছ ভালোবাসি, গাছ-পালা পরিবেষ্টিত জায়গায় থাকতে পছন্দ করি, গাছের ছায়ার নিচে দাঁড়াতে চাই, কিন্তু নিজেদের আর গাছ লাগানো হয়ে উঠেনা। আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সুযোগ কিংবা জায়গার অভাবে গাছ লাগানো সম্ভব হয়না, বড় শহরে সেটা অসম্ভবের কাছাকাছি কাজ।
অনেকে আবার সুযোগ থাকলেও হয়তো ভাবেন গাছের দাম তথা খরচের কথা। আসলে গাছ লাগানোর খরচ খুবই কম যদি সেটা আপনি সংগ্রহ করেন সরকারী বন বিভাগের নার্সারি থেকে। প্রতিটি গাছের মূল্য মাত্র ৫ টাকা। আমরা(Tree for Mankind Team) বন বিভাগ থেকে গাছ কিনে সেটা স্কুলের বাচ্চাদের বিতরণ করি, যাতায়াত খরচ সহ মোটামুটি ৮ টাকা মাত্র।
তাই আপনাদের অনুরোধ করছি আসুন প্রতি মাসে মাত্র ৮ টাকা খরচ করি গাছের জন্য । বছরে ১২ টি গাছ লাগাতে মাত্র ৯৬ টাকা লাগবে ।
গাছের উপকারিতা নিয়ে কারোরই সন্দেহ কিংবা প্রশ্ন থাকার কথা নয়। গাছ আমাদের পরিবেশ রক্ষা করার সবচেয়ে ভালো বন্ধু। গাছের অবদান আপনি টাকার অঙ্কে মিলাতে পারবেন না। মাত্র ১ টি বড় গাছ ৪ জন মানুষের অক্সিজেন সরবরাহ করার জন্য যথেষ্ট।
আমাদের মাঝে অনেকেই গাছ ভালোবাসি, গাছ-পালা পরিবেষ্টিত জায়গায় থাকতে পছন্দ করি, গাছের ছায়ার নিচে দাঁড়াতে চাই, কিন্তু নিজেদের আর গাছ লাগানো হয়ে উঠেনা। আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সুযোগ কিংবা জায়গার অভাবে গাছ লাগানো সম্ভব হয়না, বড় শহরে সেটা অসম্ভবের কাছাকাছি কাজ।
অনেকে আবার সুযোগ থাকলেও হয়তো ভাবেন গাছের দাম তথা খরচের কথা। আসলে গাছ লাগানোর খরচ খুবই কম যদি সেটা আপনি সংগ্রহ করেন সরকারী বন বিভাগের নার্সারি থেকে। প্রতিটি গাছের মূল্য মাত্র ৫ টাকা। আমরা(Tree for Mankind Team) বন বিভাগ থেকে গাছ কিনে সেটা স্কুলের বাচ্চাদের বিতরণ করি, যাতায়াত খরচ সহ মোটামুটি ৮ টাকা মাত্র।
তাই আপনাদের অনুরোধ করছি আসুন প্রতি মাসে মাত্র ৮ টাকা খরচ করি গাছের জন্য । বছরে ১২ টি গাছ লাগাতে মাত্র ৯৬ টাকা লাগবে ।
No comments:
Post a Comment