Tree for Mankind এবার যাচ্ছে নরসিংদী জেলার বেলাবো
উপজেলায় কমপক্ষে ২০০০ ফলের গাছ উপহার নিয়ে।
কুমিল্লা ও পরশুরাম গাছ উৎসব শেষে আমরা আশা প্রকাশ করেছিলাম আমাদের পরবর্তী গাছ উৎসব হবে ১২ই আগস্ট কুষ্টিয়ায়। আমরা খুবই আনন্দিত যে তার আগেই আমরা আরেকটি গাছ উৎসবের আয়োজন করতে যাচ্ছি ২৯শে জুলাই। সবচেয়ে বেশী সংখ্যক ফলের গাছ নিয়ে বেলাবো গাছ উৎসবের আর মাত্র ৫ দিন বাকী।
এবারের গাছ উৎসবে আমাদের গাছের সংখ্যা ১১০০০ ছাড়িয়ে যাবে।
আপনারাও আসুন Tree for Mankind এর সাথে আপনাদের বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে আমাদের বেলাবো গাছ উৎসবে।আপনি আপনার নিজের জায়গায় গাছ লাগান কিংবা আমাদেরকে আপনার গাছ উপহার দিতে পারেন, কিংবা আপনার এলাকায় গাছ উৎসবের আয়োজন করে আমাদের জানাতে পারেন আমরা গাছ নিয়ে উপস্থিত হবো নির্দিষ্ট সময়ে।
বেলাব উপজেলার উল্লেখ্য যোগ্য নদীর মধ্যে আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র প্রধান।
দর্শনীয় স্থান
বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ |
কুমিল্লা ও পরশুরাম গাছ উৎসব শেষে আমরা আশা প্রকাশ করেছিলাম আমাদের পরবর্তী গাছ উৎসব হবে ১২ই আগস্ট কুষ্টিয়ায়। আমরা খুবই আনন্দিত যে তার আগেই আমরা আরেকটি গাছ উৎসবের আয়োজন করতে যাচ্ছি ২৯শে জুলাই। সবচেয়ে বেশী সংখ্যক ফলের গাছ নিয়ে বেলাবো গাছ উৎসবের আর মাত্র ৫ দিন বাকী।
এবারের গাছ উৎসবে আমাদের গাছের সংখ্যা ১১০০০ ছাড়িয়ে যাবে।
আপনারাও আসুন Tree for Mankind এর সাথে আপনাদের বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে আমাদের বেলাবো গাছ উৎসবে।আপনি আপনার নিজের জায়গায় গাছ লাগান কিংবা আমাদেরকে আপনার গাছ উপহার দিতে পারেন, কিংবা আপনার এলাকায় গাছ উৎসবের আয়োজন করে আমাদের জানাতে পারেন আমরা গাছ নিয়ে উপস্থিত হবো নির্দিষ্ট সময়ে।
যোগাযোগ- নরসিংদী জেলা
সদর হতে প্রায় ৩৫ কিলোমিটার
ঢাকা হতে প্রায় ৮২
কিলোমিটারবেলাব উপজেলার উল্লেখ্য যোগ্য নদীর মধ্যে আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র প্রধান।
দর্শনীয় স্থান
- ওয়ারী বটেশ্বর।
- শাহ ইরানী মাজার শরীফ।
- বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
No comments:
Post a Comment