২২ শে জুলাই পরশুরাম গাছ উৎসব সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত
যা গত
১৫ই জুলাই অনিবার্য
কারনবশত উদযাপন করা সম্ভব হয়নি।
পরশুরাম গাছ উৎসবের আয়োজন ও সফলভাবে শেষ করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য
আলী হোসেন মজুমদারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি Tree for Mankind এর পক্ষ থেকে।
পরশুরাম গাছ উৎসবের আয়োজক আলী হোসেন মজুমদার(বাম থেকে প্রথম জন) |
গাছ হাতে শিক্ষার্থীরা |
6th Tree Festival by Tree for Mankind
Name: Porshuram Tree Festival
Host: Ali Hossen Mazumder
Code: O2FP450
Number of Tree: 450
Trees: Segun
Location: Porshuram, Feni
Date: 22nd July,2017
গাছ উপহার নিচ্ছে খুদে শিক্ষার্থী |
গাছ সংগ্রহ করা হচ্ছে নার্সারি থেকে |
ফেনী জেলা মহিশের দুধের ঘি, সেগুন কাঠ, খন্ডলের মিষ্টির জন্য বিখ্যাত।
গাছের জন্য সারিবদ্ধ হচ্ছে |
আমরা ফেনীর বিখ্যাত সেগুন গাছের ৪৫০ চারা উপহার দিয়েছি মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে।
পরশুরাম গাছ উৎসব সহ এখন পর্যন্ত আমাদের মোট গাছের সংখ্যা দাঁড়ালো ৯০৫০ টি। আশা করছি আমরা এই বছরেই আরও ৩ হাজার গাছ উপহার দিতে/লাগাতে পারবো।
আপনারাও আসুন Tree for Mankind এর সাথে আপনাদের বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে আমাদের গাছ উৎসবে।আপনি আপনার নিজের জায়গায় গাছ লাগান কিংবা আমাদেরকে আপনার গাছ উপহার দিতে পারেন, কিংবা আপনার এলাকায় গাছ উৎসবের আয়োজন করে আমাদের জানাতে পারেন আমরা গাছ নিয়ে উপস্থিত হবো আপনার এলাকায়।
No comments:
Post a Comment