Pages

Sunday, August 13, 2017

সিলেট গাছ উৎসব প্রসঙ্গে

১২ ই আগস্ট সিলেট গাছ উৎসবের সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও অতি বৃষ্টির কারনে সেটা আয়োজন করা সম্ভব হয়নি।
পাংথুমাই

 Tree for Mankind Team একদিন আগেই সিলেট পৌঁছে গিয়েছিলাম গাছ উৎসব আয়োজনের পাশাপাশি সিলেটের পর্যটন কেন্দ্র(বিছনাকান্দি, পাংথুমাই) ঘুরে দেখার জন্য। ১০তারিখ রাত ১২ঃ৩০ টার বাসে রওনা দিয়ে সকাল ৭ঃ৩০ টায় সিলেট শহরে পৌঁছাই। বৃষ্টির শুরু সেই বাস ছাড়ার আগে থেকেই, পুরোটা পথে একবারের জন্যও বৃষ্টি থামেনি, সিলেট শহরে পৌঁছেও বৃষ্টি আমাদের পিছু ছাড়েনি। আমরাও ভয় পাচ্ছিলাম বৃষ্টির লক্ষণ দেখে, আশঙ্কা হচ্ছিলো বৃষ্টি হয়তো থামবেনা। তবে এটাও আশা করছিলাম ১২ তারিখ সকালে হয়তো রোদ উঠবে, আমরা আমাদের গাছ উৎসব সুন্দর ভাবেই শেষ করতে পারবো। গৌরিপুর গাছ উৎসবটাও আমরা নির্ধারিত দিনে(২২শে এপ্রিল) করতে না পেরে ২৯শে এপ্রিল করেছিলাম বৃষ্টির জন্য।
গৌরিপুর উপজেলা বন কর্মকর্তা আমাদের উপদেশ/পরামর্শ দিয়েছিলেন অতিরিক্ত বৃষ্টির সময় গাছ না লাগাতে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের মাটি ভিজে যাওয়াতে পলিথিন ব্যাগ খোলার সময়ই হয়তো গাছের মাটি ঝরে পরবে , তার মানে গাছ টিকে থাকার সম্ভাবনা কমে যাবে। আমাদের উদ্দেশ্যই তাহলে বিফলে যেতো, বলে রাখা ভালো আমরা শুধু গাছ বিতরণ করে খুশি থাকতে  চাইনা, আমরা চাই গাছ গুলো যেন বড় হয়, তাই এবারো আমরা সিলেট গাছ উৎসব ভালো আবহাওয়ার আশায় স্তগিত রেখেছি।
আশার কথা হচ্ছে সিলেট গাছ উৎসবটা অন্যরকম সুন্দর হবে, কারন সিলেটের একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটির একটা ব্যাচ এর শিক্ষার্থীরা আগস্টের শেষ সপ্তাহে গাছ উৎসব আরও বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে (বিস্তারিত জানাচ্ছি না, চমকটা রাখার জন্য)। ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সম্পৃক্ত হলে Tree for Mankind এর মিশন(১লাখ গাছ) টা ভিশনে(১০লাখ গাছ) পরিণত হওয়া নিকট ভবিষ্যতেই খুবই সম্ভব।
আপনারাও আসুন আমাদের সাথে, আমাদের কথা জানান আপনার বন্ধু বান্ধবদের, পরিচিত কলেজ/ইউনিভার্সিটির শিক্ষার্থীদের।
গাছ উৎসবের খবর আমাদের ফেসবুক পেজেও জানতে পারবেন। facebook.com/treeformankind

No comments:

Post a Comment