Pages

Thursday, March 22, 2018

বিশ্ব পানি দিবস


আজ (২২ মার্চ) বিশ্ব পানি দিবস।  বিশ্ব পানি দিবসের এবারের প্রতিপাদ্য ‘পানির জন্য প্রকৃতি’(Nature for Water).

 অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করলেই বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। 

আপনি জানেন কি "১ টন কাগজ তৈরিতে ৩ টন কাঠ দরকার পড়ে এবং ১৯০৭৫ গ্যালন পানি দূষিত হয়"। অর্থাৎ একটি A4 সাইজের কাগজের জন্য ১২২ মিলি পানির দরকার হয়। আমরা যদি একটু সচেতন হই কাগজ ব্যবহারের ক্ষেত্রে তাহলেই কিন্তু যার যার জায়গা থেকে প্রকৃতিকে বাঁচাতে পারি, নিজেরাও সুস্থ ভাবে বেঁচে থাকতে পারি। 


No comments:

Post a Comment