Pages

Wednesday, August 29, 2018

এ বছরের তৃতীয় গাছ উৎসব কুমিল্লায়

আমাদের পরবর্তী গাছ উৎসব ১লা সেপ্টেম্বর কুমিল্লাতে। ঐদিন আমরা ১০০০ ফলের গাছ উপহার দিবো কুমিল্লা শহরের দুটি স্কুলের শিক্ষার্থীদের । 

 
 
ঢাকা চট্টগ্রাম এর পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর কুমিল্লা।এটির মেট্রোপলিটন এলাকার আয়তন ১৫৩ বর্গকিলোমিটার

আয়তনঃ ৩০৮৭.৩৩ বর্গ কিলোমিটার।
আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্যঃ ১০৬ কিলোমিটার
শালবন বিহার, কুমিল্লা

এর উত্তরে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে নোয়াখালী ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মুন্সীগঞ্জ , চাঁদপুর জেলা নারায়ণগঞ্জ জেলা।  ভারতের সাথে এই জেলার ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।
কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল।
মুক্তিযুদ্ধে কুমিল্লা ২ নং সেক্টর এর অন্তর্গত ছিল। ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল ২নং সেক্টর।

মেঘনা, গোমতী, ডাকাতিয়া, তিতাস ও কাকড়ী কুমিল্লার প্রধান নদী । 

ধর্মসাগর

কুমিল্লাতে বহুসংখ্যক পর্যটন আকর্ষন রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি। এসব বিহার, মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষন হিসেবে পরিচিতি পেয়েছে। কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর ও ওয়ার সেমেট্রি রয়েছে। 
ময়নামতি, কুমিল্লা


আপনিও আসুন আমাদের সাথে কুমিল্লা গাছ উৎসবে আপনার বয়সের সমান গাছ নিয়ে। কিংবা আপনি আমাদেরকে গাছ উপহার দিতে পারেন। আপনার পক্ষ থেকে আমরা গাছ লাগাবো দেশের কোন এক প্রান্তে। 

ফয়েজ আহমেদ ( ০১৭৩০৩৫৭১৩৮ ) এর সার্বিক সহযোগিতায় আমাদের কুমিল্লা গাছ উৎসবের আয়োজন হতে যাচ্ছে। যে কেউ চাইলে আমাদের গাছ উৎসবে অংশ গ্রহণ করতে পারেন। 
 





Thursday, August 16, 2018

আবার যাচ্ছি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থানে


১৮ ই আগস্ট ২০১৮ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থানে ২০০০ টি ফলের গাছ নিয়ে যাচ্ছি ৩ টি স্কুলের বাচ্চাদের উপহার দিতে।



Tree for Mankind এর যাত্রা শুরু করেছিলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থানে গাছ উৎসব উদযাপনের মাধ্যমে ।


Thursday, July 19, 2018

এই বছরের প্রথম গাছ উৎসব




গত ১৪ই জুলাই ২০১৮ আমরা গিয়েছিলাম এ বছরের প্রথম গাছ উৎসব উদযাপন করতে নারায়ণগঞ্জ জেলার এনায়েত নগর ইউনিয়ন এর হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে । স্কুলের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৫০০ কিন্তু আমরা ১৯০০ গাছের চারা নিয়ে গিয়েছিলাম উপহার হিসেবে। সেদিন আমরা ১৪ রকমের ফলদ, ঔষধি ও কিছু বনজ গাছ দিয়েছি (অর্জুন, আমলকী, হরতকি, বেল, পেয়ারা, কদবেল, বড়ই, লেবু, জলপাই, বকুল,এরিকা পাম, কাঠ বাদাম, মেহগনি ও রেইন ট্রি )।




আমাদের একটিভ মেম্বার মোঃ ইমরান হোসেন এর সার্বিক সহযোগিতায় আমরা এক সপ্তাহ আগেই শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মুহাম্মদ মনির হোসেন স্যারকে জানিয়ে রেখেছিলাম আমাদের গাছ উৎসবের কথা। এরই ধারাবাহিকতায় আমরা নারায়ণগঞ্জ বন বিভাগ থেকে গাছ সংগ্রহ করার জন্য ঐদিন সকাল সাড়ে আটটার মধ্যেই পৌঁছে যাই পঞ্চবটীর সামাজিক বন বিভাগের নার্সারিতে। এখানেও আমরা জনাব রবিউল সাহেবের আন্তরিক সহযোগিতা পেয়েছি এবং উনি আমাদের উদ্দেশ্য কে খুবই প্রশংসা করলেন। উনি একটা সুন্দর কথা বলেছেন “গাছের tangible benefit এর চেয়েও intangible benefits অনেক অনেক বেশী ”।