Pages

Wednesday, April 17, 2019

২০১৯ সালের প্রথম গাছ উৎসবে আপনিও আমন্ত্রিত



Tree for Mankind এবার যাচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে
২০শে এপ্রিল আমরা ৪ টি স্কুলে প্রায় ১৩০০ গাছ উপহার দিবো
২০১৯ সালের প্রথম(Tree for Mankind এর ১৩তম) গাছ উৎসবে
আপনারাও আসুন  Tree for Mankind এর সাথে আপনাদের বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে। আপনি আপনার নিজের জায়গায় গাছ লাগান কিংবা আমাদেরকে আপনার গাছ উপহার দিতে পারেন, কিংবা আপনার এলাকায় গাছ উৎসবের আয়োজন করে আমাদের জানাতে পারেন আমরা গাছ নিয়ে উপস্থিত হবো নির্দিষ্ট সময়ে  



মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়ালখাঁ ও কাঁকন নদী বিধৌত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা রায়পুরাএই উপজেলাটি রাজধানী ঢাকা থেকে ৭৯ কিলোমিটার এবং জেলা সদর নরসিংদী থেে ৩২ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। এর আয়তন ৩১২.৭৭ বর্গ কিলোমিটার। এর উত্তরে বেলাবো উপজেলা, দক্ষিনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা, পুর্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা, পশ্চিমে নরসিংদী সদর ও শিবপুর উপজেলা অবস্থিত। 

দর্শনীয় স্থান - পান্থশালা
 


No comments:

Post a Comment