আমাদের পরবর্তী গাছ উৎসব
আয়োজনে আমরা যাচ্ছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে । আগামি ২১শে সেপ্টেম্বর ২০১৯ চান্দিনা
গাছ উৎসবের মাধ্যমে আমাদের ১৬তম গাছ উদযাপনে আপনিও আসুন আমাদের সাথে গাছ উৎসবের অংশীদার
হতে। ঐদিন আমরা ১৩০০ ফলজ গাছ উপহার দিবো ৪ টি স্কুলের শিক্ষার্থীদের হাতে।
এবারের গাছ
উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন ইমরান হোসেন, যিনি আগেও নারায়ণগঞ্জে দুটি গাছ উৎসবের
সফল আয়োজন করেছিলেন। ইমরান হোসেন Tree for Mankind এর একজন Active Member.
আপনিও আসুন আপনার বয়সের সমান গাছ নিয়ে আমাদের গাছ উৎসবে কিংবা আপনার গাছ আমাদের উপহার দিতে পারেন, আপনার হয়ে আমরা গাছ লাগাবো গাছ উৎসবে। মাত্র ৮ টাকায় একটি গাছ লাগানো সম্ভব কারণ Tree for Mankind গাছ সংগ্রহ করে সরকারী বন বিভাগের অফিস থেকে, এতে আমরা কম খরচে অনেক বেশী গাছ যেমন লাগাতে পারি তেমনি তুলনামূলক ভাবে ভালো জাতের গাছের চারা নিশ্চিত হয়।
আপনিও আসুন আপনার বয়সের সমান গাছ নিয়ে আমাদের গাছ উৎসবে কিংবা আপনার গাছ আমাদের উপহার দিতে পারেন, আপনার হয়ে আমরা গাছ লাগাবো গাছ উৎসবে। মাত্র ৮ টাকায় একটি গাছ লাগানো সম্ভব কারণ Tree for Mankind গাছ সংগ্রহ করে সরকারী বন বিভাগের অফিস থেকে, এতে আমরা কম খরচে অনেক বেশী গাছ যেমন লাগাতে পারি তেমনি তুলনামূলক ভাবে ভালো জাতের গাছের চারা নিশ্চিত হয়।
No comments:
Post a Comment