Tree for Mankind এর এবারের গাছ উৎসব ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের দুটি স্কুলে। বেরুবাড়ী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও বেরুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমরা ২৩০ টি গাছ উপহার দিয়েছি।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ আঙ্গিনায় গাছ লাগিয়ে সেগুলোর যত্ন নিয়ে বড় করে তুলবে এটাই আমাদের বিশ্বাস। কারন গাছ উপহার পেয়ে তারা প্রত্যেকেই ছিলো অনেক খুশি অনেক আনন্দিত।
প্রত্যেকে নিজ নিজ বয়সের সমান গাছ লাগান এটাই আমাদের মূল স্লোগান হলেও এই বছর থেকে আমাদের আরেকটি স্লোগান হচ্ছে "গাছ লাগাই, গাছ বাঁচাই"।
এবারই প্রথম আমরা ব্যানার ব্যবহার করেছি গাছ উৎসবে। সেচ্ছাসেবকদের ইচ্ছাতেই এই ব্যানার তৈরি করা হয়েছে।
সকলের প্রতি একটি আহবান প্রত্যেকে নিজ নিজ বয়সের সমান গাছ লাগান, অথবা সম পরিমান গাছ আমাদের উপহার দিন, আপনার হয়ে Tree for Mankind এই গাছ তুলে দিবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে। এভাবেই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে হবে আমাদেরকেই।
তাই আসুন গাছ লাগাই, গাছ বাঁচাই।