"আমাদের ইচ্ছা, ঈদের আগেই ৫০০গাছ লাগানো এবং গাছগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
সেজন্য মানুষের বাড়ি, স্কুলের অভ্যন্তর, ঈদগাহ ময়দান, গোরস্থান ইত্যাদি নিরাপদ স্থানকে টার্গেট করেছি।
তারই ধারাবাহিকতায় দু'দিন আগে(১২ই জুন),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাস্থ মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে ৩০টি সুপারি গাছ(আজ ১৪ই জুন, আরো-৫০টি গাছ পাঠানো হয়েছে) লাগানো হয়েছে।
আর গতকাল(১৩ই জুন) বগুড়া জেলার সোনাতলা উপজেলাস্থ শিচারপাড়া গ্রামের একটা ঈদগাহ ময়দানে ৬০টি সুপারি, ৬টি নিম, ২টি অর্জুন গাছ রোপণ করা হয়েছে।
আজ(১৬ই জুন) সকাল এবং বিকাল বেলায় বগুড়া জেলার সোনাতলা উপজেলাস্থ তেকানি চুকাইনগর ইউনিয়ন এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাস্থ জুমারবাড়ি ইউনিয়নের বিভিন্ন মানুষের বাড়িতে ১৭০টি গাছ রোপণের মাধ্যম(৩০+৫০+৬০+১৯০+১৭০=৫০০গাছ লাগানো সাড়া...!)-এ মায়েদের জন্য গাছ লাগানো প্রোজেক্টের সমাপ্তি হলো। পরবর্তীতে ব্যাটে-বলে মিললে আবার হতে পারে আর কি..
এবার আমাদের নির্বাচিত গাছ ছিলো-
গোলাপজাম, নিম, অর্জুন, জয়তুন, আমলকি, বাতাবিলেবু, লেবু, তুলসি,সুপারি ইত্যাদি।যাঁরা এই কাজের সাথে যুক্ত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল..."
Raseduzzaman Ron ভাইয়ের
ফেসবুক পোস্ট থেকে নেয়া। তবে
Tree for Mankind থেকে শুধুমাত্র ৩০০ টি গাছ উপহার দিয়েছি রাশেদ ভাইয়ের গাছ রোপনের উৎসবে।